Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালুকায় যমুনা লাইফ ইন্স্যুরেন্সের সার্ভিস সেন্টার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২২ ১৮:৪৫

ময়মনসিংহ: বিভাগীয় জেলা ময়মনসিংহের ভালুকায় শুভ উদ্বোধন হলো যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সার্ভিস সেন্টারের কার্যক্রম। সোমবার (২২ আগস্ট) দুপুরে ভালুকার সিডস্টোর বাজার এলাকায় সার্ভিস সেন্টার শাখার শুভ উদ্বোধন করেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পাসি লিমিটেডের চেয়ারম্যান ও গাজী গ্রুপের পরিচালক বদরুল আলম খান।

যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান বদরুল আলম খান বলেন, ‘ভালুকাবাসীর উপস্থিতি দেখে আমরা আনন্দিত। এই সাভির্স সেন্টার থেকে আমাদের কোম্পানির ব্যবসা খুব ভালো হবে বলে আমার বিশ্বাস।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চর্তুথ প্রজন্মের প্রযুক্তি ধারণ করে। তাই আমরা আশা করছি এক-দুই বছরের মধ্যে আমাদের প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।’

এসময় যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মহিমা নন্দ চক্রবর্তীর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন- যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, মো. জসীম উদ্দিন, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. খায়রুল মোমিন কাজল, মো. জাহিদ আলী, উন্নয়ন-প্রশাসন ইনচার্জ মো. ছায়েদুল হক শামীমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সারাবাংলা/এমও

ভালুকা যমুনা লাইফ ইন্স্যুরেন্স সার্ভিস সেন্টার