Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ২ মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২২ ১৮:১৭

বগুড়া: শিবগঞ্জে একই গ্রামের দুই প্রান্তে অবস্থিত দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার রহবল হিন্দু পাড়ায় রোববার (২১ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে। প্রতিমা ভাঙচুরে জড়িত অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, দেউলী ইউনিয়নের রহবল হিন্দু পাড়ায় হরি ঠাকুরের দুটি মন্দির আছে। এর একটির তত্ত্বাবধান করেন সত্যরঞ্জন সাহা এবং অপরটির তত্ত্বাবধান করেন নিত্যরঞ্জন সাহা। রোববার মধ্যরাত পর্যন্ত এলাকাবাসী মন্দির দুটিতে অক্ষত প্রতিমা দেখেছেন। সোমবার সকালে তারা দেখতে পান সত্যরঞ্জনের মন্দিরে লক্ষী প্রতিমা এবং নিত্যরঞ্জনের মন্দিরে লক্ষী ও হরি ঠাকুরের প্রতিমার মাথা ভেঙে ফেলে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সত্যরঞ্জন সাহা বলেন, বিষয়টি নজরে আসার পরপরই তা পুলিশ প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের জানানো হয়। পরে পুলিশ ও সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ন কানু বলেন, একই রাতে দুই মন্দিরে হানা দিয়ে প্রতিমা ভাঙচুর করায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশিক ইকবাল জানান, ঘটনা জানার পরপরই বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সারাবাংলা/এএম

প্রতিমা ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর