Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দু’দিনে ৭ জেলের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২২ ১৮:০৫

কক্সবাজার: বৈরি আবহাওয়ার কারণে কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টের অদূরবর্তী সাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও দুই জেলের মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার (২২ আগস্ট) পর্যন্ত এ নিয়ে নিখোঁজ থাকা আট জনের মধ্যে সাতজনের লাশ উদ্ধার হলো।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনিরুল গিয়াস জানান, পৃথক সময়ে কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনাসংলগ্ন সাগরের বিভিন্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় স্থানীয় জেলেরা এসব মৃতদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার বিকালে কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টের অদূরবর্তী সাগরে বৈরি আবহাওয়ায় ‘এফবি মায়ের দোয়া’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। গত মঙ্গলবার সদর উপজেলার খুরুশকুলের জাকির হোসাইনের মালিকাধীন ট্রলারটি ১৯ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। পরে ফেরার সময় ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়।

ঘটনার খবর পেয়ে স্থানীয় কোস্টগার্ড সদস্য ও অন্য জেলেরা তাৎক্ষণিকভাবে ৮ জনকে উদ্ধার করলেও ১১ জন নিখোঁজ ছিল। পরে শুক্রবার রাতে সাগরে অবস্থানকারী বিভিন্ন ট্রলার নিখোঁজ থাকা ৩ জেলেকে উদ্ধার করে। পরে সকাল পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার শিকার ট্রলারটির কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।

সারাবাংলা/এমও

টপ নিউজ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর