Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঊর্ধ্বমুখী ধারায় পুঁজিবাজার, ৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২২ ১৬:২৫ | আপডেট: ২২ আগস্ট ২০২২ ১৮:৩০

ঢাকা: ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে পুঁজিবাজার। অর্থনীতির নানান আশঙ্কার গুজবে জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত পুঁজিবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। বিশেষ করে ডলারের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় রেমিট্যান্স প্রবাহ কমে যায়। পাশাপাশি আমদানি বেড়ে যাওয়ার রিজার্ভের ভাটা দেখা দেয়। ফলে পুঁজিবাজারেও শুরু হয় দরপতন। কিন্তু আগস্টের মাঝামাঝি ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় আমদানি কমিয়ে আনা ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির খবরে চাঙ্গা হতে শুরু করেছে পুঁজিবাজার।

বিজ্ঞাপন

সর্বশেষ পাঁচ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক বেড়েছে ১৫০ পয়েন্ট। একই সমযে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সেইসঙ্গে বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। টানা দরপতনের পর গত এক সপ্তাহের পুঁজিবাজারে চাঙ্গাভাব দেখা দেওয়ায় বিনিযোগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

এদিকে, সোমবার (২২ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৪৭৭ কোটি ৫৬ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস হতে ৪১৯ কোটি ৮০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৫৭ কোটি ৭৬ লাখ টাকা। এছাড়াও এদিন আগের ছয় মাসের মধ্যে ডিএসইতে একদিনে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ডিএসইতে ১ হাজার ৪৪৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ওই দিনের পর সোমবার ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ৩৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ১৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির দাম। এদিন ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০০ পয়েন্টে উন্নীত হয়। ডিএসই শরিয়া সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৮০ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০৮টি কোম্পানির ১ কোটি ১১ লাখ ১৫ হাজার ২২৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টির কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ৩২কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১২২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৫১২ পয়েন্টে উঠে আসে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর