Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ হেফাজতে মৃত্যু: মরদেহ নিচ্ছে না স্বজনরা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২২ ২১:২৩ | আপডেট: ২২ আগস্ট ২০২২ ০৮:৫১

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার হাজতখানায় মৃত চুরির মামলার আসামি রুম্মন শেখ ওরফে সুমনের মরদেহ গ্রহণ করছে না পরিবার। তবে এর পেছেন থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে ধারণা করছে পুলিশ। গতকাল থেকে একেকজনকে একেক রকম তথ্য দিয়ে স্বজনরা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন বলেও দাবি করে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে নিজস্ব কার্যালয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘গতকাল শনিবার (২০ আগস্ট) রাতে ময়নাতদন্তের পর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে সুমনের মরদেহ রাখা হয়েছে পরিবারের কাছে হস্তান্তর করার জন্য। কিন্তু পরিবারে প্রোপার গার্জিয়ান (উপযুক্ত অভিভাবক) না থাকায় হস্তান্তর সম্ভব হয়নি। আজ সারাদিন সুমন শেখের স্ত্রী, তার ভাই এবং শ্যালককে ফোন দেওয়া হলেও তারা কেউ আসেননি। এছাড়া বিভিন্ন সময় তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের ব্যবহৃত ফোন অন্যকে দিয়ে রিসিভ করানো হয়েছে।’

বিজ্ঞাপন

ডিসি বলেন, ‘সুমন শেখের মরদেহ নেওয়ার জন্য উপযুক্ত অভিভাবক না পাওয়া পর্যন্ত মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের হিমঘরে রাখা হবে। এছাড়া মরদেহ না নেওয়ার প্রক্রিয়াটি যদি দীর্ঘ হয় তাহলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রাখা হয়েছে।’

আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে মামলা ছাড়া সুমনের মরদেহ নেবে না পরিবার

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজিমুল হক বলেন, ‘আজ রোববার আমার বিভাগের পুলিশ কর্মকর্তারা সুমন শেখের পরিবারের সদস্যদের ফোন দিয়েছেন। তারা ফোন ধরে আসছি, আসব করেছেন। অনেক সময় ফোনো ধরছেন না। মরদেহ নিতে অপারগতা প্রকাশ করছেন তারা। তারা বিভিন্ন সময় সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছেন।’

বিজ্ঞাপন

অজানা কারণে মরদেহ নিতে বিলম্ব করছে উল্লেখ করে আজিমুল হক বলেন, ‘এ বিষয়ে তারা রহস্য তৈরির চেষ্টা করছেন। পেছন থেকে কেউ ইন্ধন দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।’

সুমন শেখের পরিবার দাবি করছে, ‘সকালে থানায় গিয়ে তারা রুম্মনের জন্য নাস্তা দিয়েছেন। এরপর থানা থেকে বলা হয় আসামিকে আদালতে নিয়ে যাওয়া হবে। আপনারা আদালতে যান। আদালতে গিয়ে জানতে পারেন তিনি আত্মহত্যা করেছেন।’ এ বিষয়ে জানতে চাইলে ডিসি বলেন, ‘তাদের দাবি সম্পূর্ণ মিথ্যা।’

ডিসি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে, সুমন নিজের পড়নের ট্রাউজার খুলে লকাবের ভেন্টিলেটরের রডের সঙ্গে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। দায়িত্বে অবহেলার জন্য একজন এসআই ও একজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্তও করা হচ্ছে।’

সারাবাংলা/ইউজে/এনএস

টপ নিউজ পুলিশ হেফাজতে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর