অর্থনীতিবিদদের আশঙ্কাকে আমরা গুরুত্ব দিই না: শামসুল আলম
২১ আগস্ট ২০২২ ২০:০৯ | আপডেট: ২১ আগস্ট ২০২২ ২২:২৩
ঢাকা : দেশের অর্থনীতিবিদরা অর্থনীতির অর্জন ও সম্ভাবনা দেখতে পান না। বরং বিদেশি গণমাধ্যম ও গবেষণা সংস্থাগুলো বাংলাদেশের অর্থনীতির শক্তি ও সম্ভাবনা তুলে ধরছে মন্তব্য করে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘অর্থনীতিবিদরা অনেক কিছু নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। কিন্তু অর্থনীতিবিদদের এই আশঙ্কাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। কারণ আমরা যখন অষ্টম-সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করি তখন একজন অর্থনীতিবিদ লিখেছিলেন, যেভাবে সরকার বাজার খোলা রাখতে চাচ্ছে, লকডাউন দিচ্ছে না, এতে করে ৫ লাখ লোক মারা যাবে। আমাদের অর্থনীতিবিদরা বলেছিলেন, পদ্মা সেতু করা মানে অর্থনীতিতে বিপর্যয় নামিয়ে আনা, কারণ মেগা প্রজেক্টগুলো বন্ধ হয়ে যাবে। আসলে বন্ধ হয়নি।’
রোববার ( ২১ আগস্ট) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চায়লনায় সংগঠনের সিনিয়র সদস্যরা চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শামসুল আলম বলেন, ‘আমাদের অর্থনীতিবিদরা জ্ঞানে বুদ্ধিতে অনেক এগিয়ে। কিন্তু প্রথাগত ও রাজনৈতিক ব্যবস্থাপনায় আশঙ্কা করার ক্ষেত্রে খুব দক্ষ। তারা পদ্মা সেতু নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তারা অনেক কিছুই আশঙ্কা প্রকাশ করেন। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। তাদের এই আশঙ্কা যদি আমরা আমলে নিই, তাহলে সামনে এগিয়ে যেতে পারব না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতিবিদরা কোনো সময় পূর্বাভাস দেননি যে, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। কোনো অর্থনীতিবিদ বলেন না বাংলাদেশ উন্নয়নশীল দেশ। অনেকে বলেছেন, কোভিডকালে বাংলাদেশের দারিদ্র্য ৩৩ থেকে ৫০ শতাংশ বেড়েছে। কিন্তু বিআইডিএসের প্রতিবেদনে উঠে এসেছে, মাত্র সাড়ে তিন শতাংশ দারিদ্র্য বেড়েছে। যে দেশে প্রবৃদ্ধি ইতিবাচক, সেই দেশে দারিদ্র্য এত বাড়ে কীভাবে?’
তিনি বলেন, ‘অনেক বেকার যুবক ডিমের ব্যবসা শুরু করেছেন। এমন সম্ভাবনাময় খাত নিয়ে কৃষি বাজার ব্যবস্থাপনা না বুঝেই ক্রাইম করছি। ওই অনেকটা অর্থনীতিবিদদের মতো আমাদের সাংবাদিকরাও আশঙ্কায় থাকেন। ৫২০ কোটি টাকা লুটপাট করেছে, এটি ঠিক নয়। বাজার অর্থনীতি না বুঝেই এটি লিখছেন। এটিকে লুটপাট বলা যাবে না, তারা লাভ করেছেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশ পরিকল্পিতভাবে এগোচ্ছে। আমাদের পরিকল্পনায় কোনো দুর্বলতা নেই। সাম্প্রতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ অস্বস্তিতে আছে, কোনো সংকটে নেই। এলডিসি থেকে উত্তরণ, এসডিজি বাস্তবায়ন সবই ঠিকভাবে হবে। তবে দারিদ্র্য পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।’
সারাবাংলা/জিএস/একে