Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় শাহাদাৎ হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২২ ২০:২৩

কুমিল্লা: নগরীর আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সামনে কিশোর গ্যাং রতন গ্রুপের হাতে নিহত আরেক কিশোর গ্যাং ঈগলের সদস্য শাহাদাৎ হোসেন হত্যায় সরাসরি জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২১ আগস্ট) সকালে র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় তাদের কাছ থেকে দেশী অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার রাতে কুমিল্লা দেবিদ্বার ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়।

বিজ্ঞাপন

র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর অধিনায়ক মো. সাকিব হোসেন জানান, গত ছয় মাস আগে ঈগল গ্রুপের সদস্যরা রতন গ্রুপের একজন সদস্যকে মারধর করে। এ নিয়ে তাদের মাঝে শত্রুতার সৃষ্টি হয়। ঘটনার দিন বিকেল ৪টায় ঈগল গ্রুপের সদস্যরা রতন গ্রুপের একজনকে মারধর করে। এরই জেরে রতন গ্রুপের সদস্যরা অস্ত্রসহ ওই স্কুলের সামনে ঈগল গ্রুপের সদস্যদেরকে আক্রমণ করে।

এসময় ভিকটিম শাহাদাৎকে কিল, ঘুষি ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায় আসামিরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

গ্রেফতার করা আসামিদের কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, এ হত্যাকাণ্ডের মামলায় কোতয়ালী মডেল থানা পুলিশ আরও ১২ জনকে গ্রেফতার করেছে।

সারাবাংলা/এমও

কুমিল্লা গ্রেফতার শাহাদাৎ হত্যা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর