Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২২ ১৯:৩৫

নোয়াখালী: বেগমগঞ্জে ও সুধারাম থানার ৫ মামলার আসামি এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মাওলানা আলাউদ্দিন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির এবং সেনবাগ উপজেলার দেবীসিংহপুর গ্রামের মৃত আজহারুল ইসলামের ছেলে।

রোববার (২১ আগস্ট) বিকেলে ৪টায় উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাজীপুর গ্রাশের গোলাবাড়িয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসপি বলেন, ‘রোববার বিকেল ৪টায় জেলা বিশেষ শাখার পিএফ তালিকাভুক্ত নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আলাউদ্দিনকে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাজীপুর গোলাবাড়িয়া নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও সুধারাম থানার পাঁচটি মামলা আদালতে বিচারাধীন।’

সারাবাংলা/এমও

গ্রেফতার জামায়াতের সাবেক আমির নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর