মহাসড়ক ছাড়লেন চা শ্রমিকরা, চলবে আন্দোলন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২২ ১৮:২৩ | আপডেট: ২১ আগস্ট ২০২২ ১৮:২৪
২১ আগস্ট ২০২২ ১৮:২৩ | আপডেট: ২১ আগস্ট ২০২২ ১৮:২৪
হবিগঞ্জ: অবরোধের ৪ ঘণ্টা পর মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে ঢাকা-সিলেট মহাসড়ক ছেড়েছেন চা শ্রমিকেরা।
রোববার (২১ আগস্ট) দুপুর সাড়ে ৩টায় মহাসড়ক ছাড়ার ঘোষণা দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল।
তিনি বলেন, ‘আগামী ২৩ আগস্ট সরকার ও মালিকপক্ষের সঙ্গে বৈঠকে ৩০০ টাকা মজুরির দাবি না মানলে ২৪ আগস্ট আবারও মহাসড়ক অবরোধ করা হবে।’
হবিগঞ্জে মহাসড়ক অবরোধ করে চা শ্রমিকদের আন্দোলন
এর আগে, সকাল সাড়ে ১১টায় মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এ সময় রাস্তার দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা অবরোধ প্রত্যাহারের চেষ্টা চলায়।
শ্রমিকরা জানিয়েছেন, ২৪টি চা বাগানের শ্রমিকরা দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে অনিদির্ষ্টকালের জন্য আন্দোলনে নেমেছেন তারা।
সারাবাংলা/এমও