হবিগঞ্জে মহাসড়ক অবরোধ করে চা শ্রমিকদের আন্দোলন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২২ ১৭:৪৩ | আপডেট: ২১ আগস্ট ২০২২ ১৮:২৪
২১ আগস্ট ২০২২ ১৭:৪৩ | আপডেট: ২১ আগস্ট ২০২২ ১৮:২৪
হবিগঞ্জ: দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে টানা ৯ম দিনের মতো আন্দোলন করছেন চা শ্রমিকরা। রোববার (২১ আগস্ট) দুপুরে হবিগঞ্জের চা বাগানের শ্রমিকরা মাধনপুর উপজোয় ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্তর অবরোধ করেন।
এ সময় রাস্তার দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা অবরোধ প্রত্যাহারের চেষ্টা চলায়। তবে রাস্তা অবরোধ চলছিল। শ্রমিকরা জানিয়েছেন, ২৪টি চা-বাগানের শ্রমিকরা দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে অনিদির্ষ্টকালের জন্য আন্দোলনে নামেছেন তারা।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল জানান, আমাদের পিঠ দেয়ালে আটকে গেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনের মহাসড়ক অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
সারাবাংলা/এনএস