বাম জোটের হরতালে সমর্থন থাকলেও মাঠে থাকবে না গণতন্ত্র মঞ্চ
২১ আগস্ট ২০২২ ১৬:১৬ | আপডেট: ২১ আগস্ট ২০২২ ১৭:১৭
ঢাকা: তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৫ আগস্ট সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট। হরতাল সফল করতে বিভাগীয় শহরগুলোতে গণসংযোগ অব্যাহত রেখেছে জোটের শরিক দলগুলো। এদিকেই জনমুখী এই কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ না থাকলেও নৈতিক সমর্থন থাকবে বলে আভাস মিলেছে সরকার বিরোধী দলগুলোর সূত্রে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাম গণতান্ত্রিক জোটের দাবির সঙ্গে মিল থাকার কারণে এই কর্মসূচিতে নৈতিক সমর্থন দিতে পারে বিএনপি। এছাড়াও সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ মাঠে না নামলেও সমর্থন দেবে বলে জানিয়েছেন এই জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
এসব বিষয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সারাবাংলাকে বলেন, সাতদলীয় গণতন্ত্র মঞ্চ হরতালে সমর্থন দিয়েছে কি না আমার জানা নেই।
তিনি বলেন, আমি বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছি। অফিসিয়ালি তারা কিছু জানিয়েছে কীনা তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
জানতে চাইলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, হরতাল কর্মসূচিতে গণতন্ত্র মঞ্চের সমর্থন রয়েছে। তবে কর্মসূচিতে মাঠে থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাম গণতান্ত্রিক জোটে হরতাল কর্মসূচিতে আমাদের নৈতিক সমর্থন রয়েছে।
তাহলে মাঠে থাকবেন কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা মাঠে থাকব না, কারণ হরতাল আমরা দেইনি। সাতদলীয় গণতন্ত্র মঞ্চ আগামী ২৭ আগস্ট বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের জন্য রাজপথে তৎপর রয়েছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বাম গণতান্ত্রিক জোটের দাবি ন্যায্য, সেহেতু আমাদের সমর্থন রয়েছে। হরতাল সফল করার জন্য জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। মাঠে হরতাল সফল করার জন্য থাকবো কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
গণঅধিকার পরিষদের নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, গণতন্ত্র মঞ্চের হরতাল কর্মসূচিতে আমাদের সমর্থন রয়েছে, তবে মাঠে কোনো কর্মসূচি নিয়ে আমরা থাকছি না।
সারাবাংলা/এএইচএইচ/এএম