Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেশন কার্ড পাবে ১ কোটি পরিবার: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২২ ১৪:৫৩ | আপডেট: ২১ আগস্ট ২০২২ ১৪:৫৯

ঢাকা: বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ধাক্কা সামলাতে সরকার নানান উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা মাত্র ১৫ টাকা কেজি দরে ৩৫ লাখ মানুষকে চাল দেব। আর একটা রেশন কার্ডের ব্যবস্থা করে দেব। যার মাধ্যমে চাল, ডাল, তেল ও চিনি দেওয়া হবে… ৩০ টাকা কেজিতে। ১ কোটি পরিবার এই রেশন কার্ড পাবে। যার মাধ্যমে ন্যয্যমূল্যে তারা পণ্য কিনতে পারবে। সেটির ব্যবস্থা আমরা নিচ্ছি এবং অচিরেই এর ঘোষণা দিতে পারব।’

বিজ্ঞাপন

রোববার (২১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা (অর্থনৈতিক ধাক্কা সামলাতে) ব্যবস্থা নিচ্ছি। কারণ আমি চাই না, আমার দেশের মানুষ কোনোরকম কষ্টে পাক। সেই ব্যাপারে যথেষ্ট (ব্যবস্থা নেওয়া হচ্ছে)…। কারণ রাজনীতি করিই তো তাদের (জনগণ) জন্য। জানি না, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বারবার, হয়তো এদেশের কল্যাণের জন্য, এদেশের মানুষের জন্যই।’

সারাবিশ্বের অর্থনীতি আজকে সমস্যায় জর্জরিত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই সঙ্গে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, স্যাংশন পাল্টা স্যাংশন সারাবিশ্বের মানুষ প্রত্যেকটা দেশ, সেই আমেরিকা ইংল্যান্ড, ইউরোপ বলেন; সব জায়গায় জ্বালানি তেলের অভাব, খাদ্যের অভাব, খাদ্যের উচ্চমূল্য, ইনফ্লুয়েশন এক একটা দেশে দশ থেকে ৬০/৭০ ভাগ পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবী তো আজকে গ্লোবাল ভিলেজ। আমরা একজন আরেকজনের উপর ডিপেন্ডেড। সেখানে বিশ্বব্যাপী যেখানে মন্দা, বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়ে গেছে, বিশ্বব্যাপী উচ্চমূল্য আমরা তো এর থেকে বাইরে যেতে পারি না। আমরা তো সেই ধাক্কায় আমাদেরও ওপর এসে লাগছে।’

দেশের জনগণকে বিশ্ব পরিস্থিতি বিবেচনা করার আহ্বান জানিয়ে বলেন প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি আমরা তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি। বিদ্যুৎ আমি শতভাগ দিয়েছিলাম। আজকে বিদ্যুৎ উৎপাদন সীমিত করতে হয়েছে। কারণ আমার সার উৎপাদন করতে হবে। যে গ্যাস আছে, আমাদের দেশে গ্যাস যে ভাসে সেটি তো না, আমি তো সিসমিক সার্ভে অব্যাহত রেখেছি। কূপ খনন করছি। গ্যাস যুতটুকু পাচ্ছি, ব্যবহার করছি। পাইপ লাইনে গ্যাস আনছি। যত রকম যা করার করে যাচ্ছি। কোথাও আমরা পিছিয়ে নাই। কিন্তু আজকে বিশ্ব পরিস্থিতির কারণেই তো আমাদের এই ধাক্কায় পড়তে হচ্ছে। তারপরও আমাদের আলাপ-আলোচনা চালিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি দেশের মানুষের চাহিদা পূরণ করতে।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে গিয়ে আমি আক্রমণের শিকার হইনি। সামনাসামনি গুলি করা হয়েছে, বোমা মারা হয়েছে, গাড়িতে আক্রমণ করা হয়েছে। তারপরও আমি বেঁচে আছি। নাই যেখানে যেয়ে আমি সামনাসামনি হয় গুলি, না হয় বোমা, না হয় গাড়ি আক্রমণ, এগুলির শিকার না হয়েছি। তারপরও বেঁচে আসছি। দেশের কাজ করার চেষ্টা করে যাচ্ছি।’

সবাইকে বিদ্যুৎ গ্যাস পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আর এই আঘাত হয়ত আরও সামনে আসবে। কারণ যখন আমার আব্বা দেশটাকে একেবারে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখন তো ১৫ই আগস্ট ঘটেছে। আজকেও বাংলাদেশ উন্নয়ন দেশ হয়েছে, উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। যারা এগুলো সহ্য করতে পারে না, তারা তো ঘরে বসে থাকবে না। তারা আঘাত করবে।’

বাংলাদেশকে আবার ওই জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেষ্টা করবে। সে জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের পরিচালনায় স্মরণ সভায় সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সারাবাংলা/এনআর/একে

২১ আগস্ট প্রধানমন্ত্রী রেশন কার্ড শেখ হাসিনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর