Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ট্রলার ডুবির ঘটনায় ২ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২২ ২২:১১

কক্সবাজার: কক্সবাজারের নাজিরার টেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের বাড়ি কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

শনিবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে মহেশখালী চ্যানেল থেকে আবু তৈয়ব ও সন্ধ্যার দিকে সোনাদিয়া চ্যানেল থেকে সাইফুল নামে দু’জনের মরদেহ ভাসতে দেখে জেলেরা। পরে স্বজনরা কোস্টগার্ডের সহায়তা মরদেহ দু’টি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম।

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ১১

গতকাল শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিংট্রলার। ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে করে উপকূলে ফেরেন আরও ৩ জন। বাকি নিখোঁজ ৮ জনের মধ্যে তৈয়ব ও সাইফুলের মরদেহ মিলেছে।

সারাবাংলা/এমও

কক্সবাজার ট্রলার ডুবি মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর