Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব ষড়যন্ত্র রুখে দিতে হবে: মেয়র হাছিনা গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২২ ১৯:৫০

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে‌ দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যহত করবার জন্য যারা ষড়যন্ত্র করছেন তারাই মূলত একাত্তর সালে দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত ছিল। একসময় যে বাংলাদেশ ছিল দরিদ্র ও অনুন্নত, সেই বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। দেশের একটি কুচক্রীমহল নানা ধরণের ষড়যন্ত্র বা গুজব ছড়াচ্ছে। এই সব ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে।’

বিজ্ঞাপন

শ‌নিবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপসী ইসলা‌মিয়া দা‌খিল মাদরাসায় অনু‌ষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহ‌ফিল অনুষ্ঠানে প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে এই আয়োজন করা হয়।

দেশ বিরোধীচক্রের সব ষড়যন্ত্র সবাই মি‌লে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে উল্লেখ করে তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করে‌ছিলেন। পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যেত। বঙ্গবন্ধুর স্বপ্নের বাকি কাজ বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ২০৪১ সা‌লের ম‌ধ্যে উন্নত দে‌শে প‌রিণত হবে।’

অনুষ্ঠানে সভাপ‌তিত্ব করেন- রূপসী ইসলা‌মিয়া দা‌খিল মাদরাসার ম্যানে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি আব্দুল্লাহ খান মুন্না।

মুফ‌তি ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লী‌গ নেতা হা‌বিবুর রহমান হা‌বিব, রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, তারা‌বো পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আক্তার হো‌সেন মোল্লা, রূপসী ইসলা‌মিয়া দা‌খিল মাদরাসার ম্যানে‌জিং ক‌মি‌টির সা‌বেক সভাপ‌‌তি আবুল হাসনাত ভুঁইয়াসহ অনেকে।

সারাবাংলা/এমও

মেয়র হাছিনা গাজী ষড়যন্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর