ইয়াবাবিক্রেতা রোহিঙ্গা নারীসহ গ্রেফতার ২
১৯ আগস্ট ২০২২ ২৩:১৯ | আপডেট: ২০ আগস্ট ২০২২ ১৫:৩৫
গাজীপুর: গাজীপুর মহানগরীর পুবাইলে ইয়াবাসহ এক নারী ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) রাত ১০টায় পুবাইল থানার বসুগাঁও ক্লাবের পাশে আবুল কাশেমের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর জেলার বসুগাঁও গ্রামের মো. আবুল কাশেম সরকারের ছেলে মো. রেজাউল সরকার (৩১) ও মো. রেজাউল সরকারের স্ত্রী রোহিঙ্গা নারী মোসাম্মৎ মুন্নি (২৭)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, আসামি মুন্নি প্রায় সাত বছর আগে বাংলাদেশি এক নাগরিককে বিয়ে করে। এরপর থেকেই মুন্নি ও তার স্বামী বিভিন্ন মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে পূবাইলের বসুগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুবাইল থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সারাবাংলা/এমও