Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সত্য কথা বলায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২২ ২০:২২

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ভারতের মদদে ক্ষমতায় টিকে থাকার কথা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী সত্য উচ্চারণ করেছেন। সত্য উচ্চারণের জন্য পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ পেতে পারেন। দেশের জনগণ নয়,ভারতের মদদেই যে সরকার টিকে থাকতে চায় পররাষ্ট্রমন্ত্রী এই সত্য প্রকাশ করে দিয়েছেন।

শুক্রবার (১৯ আগস্ট) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আশুলিয়ার নরসিংহপুরে অনুষ্ঠিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির বর্ধিত সভায় এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সাইফুল হক বলেন, ‘ভারত সরকারের মদদে বর্তমান সরকার যে ক্ষমতায় আছে ও আগামীতেও তারা যে ক্ষমতায় টিকে থাকতে চান পররাষ্ট্রমন্ত্রী তাও পরিস্কার করে দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এটা বলে তার সরকারের অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন যে, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করার দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটি করতে অনুরোধ করেছি।’

তিনি বলেন, ‘দেশের মানুষের ভোটে বা সমর্থনে নয়, তারা যে বৃহৎ প্রতিবেশীর প্রতি অনুগত থাকার কারণেই ক্ষমতায় টিকে আছেন তাও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে বেরিয়ে এসেছে।’

সাইফুল হক ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, ‘পররাষ্ট্রমন্ত্রী এটিও জানিয়েছেন যে, ভারতের চরম হিন্দুত্ববাদী ও সাম্প্রদায়িক মোদি সরকারকে খুশি রাখতে বাংলাদেশ সরকার বিজেপি নেত্রী নুপুর শর্মার ইসলাম বিদ্বেষী বক্তব্যেরও কোনো প্রতিবাদ জানাতে পারেনি। স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে এটি আমাদের জন্য চরম লজ্জার ও অবমাননাকর।’

তিনি বলেন, ‘বর্তমান মজুরিতে শ্রমিকদের সাতদিন চলাও কঠিন।’

বিজ্ঞাপন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বাজারের আগুনে শ্রমজীবী মেহনতী মানুষ পুড়ে মরছে।’

তিনি অনতিবিলম্বে গারমেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি ২০ হাজার হাজার টাকা নির্ধারণের দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের জন্য দ্রুত মহার্ঘ ভাতা ও রেশন ব্যবস্থা চালু করারও আহ্বান জানান।

সারাবাংলা/এএইচএইচ/একে

পররাষ্ট্রমন্ত্রী বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর