Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেনিনসুলায় চলছে আরবের রাজকীয় খাবারের উৎসব

সারাবাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২২ ২০:১৩

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের অভিজাত হোটেল দি পেনিনসুলা চিটাগাং-এ ঐতিহ্যবাহী আরবের বৈচিত্র্যময় খাবারের উৎসব চলছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় পেনিনসুলার লেগুনা রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী ‘গাল্ফ নাইট’ উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী উৎসবে প্রতিদিনের ডিনার বাফেট আয়োজনে আছে- আরবীয় মজাদার খাবসা দাজাজ, শিশ তাওক থেকে শুরু করে মাটন ওউজি, হুমুস, ফালাফেল এবং বাবা ঘানুশসহ নানা ধরনের রাজকীয় খাবার। এছাড়াও আছে সুস্বাদু আরবীয় ডেজার্ট বাকলাভা, কুনাফা থেকে মহালাবিয়া এবং বাসবৌসাসহ মুখরোচক নানা ধরনের মিষ্টান্ন।

মাত্র ৩ হাজার টাকার বিনিময়ে গাল্ফ নাইট বুফে ডিনার উপভোগ করতে পারছেন অতিথিরা। এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। রিজার্ভেশন বিস্তারিত জানতে ফোন করতে হবে 01755554551 ও 01755554617 নম্বরে।

উদ্বোধনী অনুষ্ঠানে পেনিনসুলা চিটাগাংয়ের জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন, সাংবাদিক এবং ফুড ব্লগাররা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/একে

পেনিনসুলা রাজকীয় খাবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর