বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ১১
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২২ ১৯:৩৭ | আপডেট: ২০ আগস্ট ২০২২ ১২:৫৩
১৯ আগস্ট ২০২২ ১৯:৩৭ | আপডেট: ২০ আগস্ট ২০২২ ১২:৫৩
কক্সবাজার: বঙ্গোপসাগরের কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৯ মাঝিমাল্লার মধ্যে ৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ১১ জন।
শুক্রবার (১৯ আগস্ট) বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার মালিক জাকির হোসেনের বড় ভাই জামাল হোসেন।
তিনি জানান, সাগর থেকে ফেরার পথে সাগর উত্তালের কারণে জাকির হোসেনের ‘এফবি মায়ের দোয়া’ ফিশিং ট্রলারটি ডুবে যায়। এতে ৮ জনের খোঁজ পেলেও এখনও ১১ জন নিখোঁজ রয়েছে।
সারাবাংলা/এমও