Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুই হাজার লোক প্রাণ দিলেও শেখ হাসিনার পতন হবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২২ ১৮:৩২ | আপডেট: ১৯ আগস্ট ২০২২ ২৩:২১

চট্টগ্রাম ব্যুরো: দুই হাজার লোক প্রাণ দিলেও শেখ হাসিনার পতন সম্ভব হবে না, এজন্য লাখ লাখ লোক নিয়ে আন্দোলনে নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গনে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির ‘আন্দোলন প্রস্তুতি’ সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আন্দোলনের জোয়ার শুরু হয়েছে। নেতাকর্মীদের মধ্যে সাহস দেখতে পাচ্ছি। সমর্থকরাও রাস্তায় নেমে আসছে। বাংলাদেশে এবং বিদেশে একটি কথা উঠে আসছে- শেখ হাসিনা আর কতদিন থাকবে। কিন্তু আওয়ামী লীগ এই বিষয়ে অত্যন্ত সজাগ।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের নেতাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের নেত্রী, সাধারণ সম্পাদকের কথায় বুঝতে পারছেন, তাদের মধ্যে একটা বড় ধরনের হতাশা কাজ করছে। তারা ইতোমধ্যে তর্জন-গর্জন শুরু করেছে। যত গর্জে তত বর্ষে না কিন্তু। যখন গর্জন বাড়তে থাকবে, দুর্বলতাও তত বেশি প্রকাশ পাবে। শুধু সময়ের অপেক্ষা, হাসিনার লোকজনও আন্দোলনে চলে আসবে। আমাদের আন্দোলন হবে পরিকল্পিত। পরিকল্পিত আন্দোলনে সরকারের পতন হবে। আন্দোলনে আমাদের সুবিধা হলো, দেশের জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে। তারা টাকা দিয়ে, মাস্তান দিয়ে যে কাজটি করতে পারবে না, সেটি আমরা সাধারন জনগণকে দিয়ে করতে পারব।’

জনসম্পৃক্ত আন্দোলনের ওপর গুরুত্ব দিয়ে আমীর খসরু বলেন, ‘বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে সরানো যাবে না। আমরা দুই হাজার লোক যদি প্রাণও দিই, তাহলেও শেখ হাসিনার পতন সম্ভব না। এজন্য লাখ লাখ লোক নিয়ে আন্দোলনে নামতে হবে। মানুষ যখন রাস্তায় নেমে যাবে, তখন শেখ হাসিনার আশপাশের লোকজনও এদিকে ধাবিত হবে।’

বিজ্ঞাপন

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় মনিটরিং টিমের প্রধান মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন, বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, মামুন আহমেদ, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, উপজাতি বিষয়ক সম্পাদক ম্যা মা চিং, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এমও

আন্দোলন আমীর খসরু মাহমুদ চৌধুরী শেখ হাসিনার পতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর