Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্ষমতায় টিকে থাকতে আ.লীগ ভারতকে অনুরোধ করে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২২ ১৭:৩৭ | আপডেট: ১৯ আগস্ট ২০২২ ২১:১২

ঢাকা: ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে কোনো অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যিনি (পররাষ্ট্রমন্ত্রী) এই কথা বলেছেন, তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা আমাদের সরকারের বক্তব্য নয়। দলেরও বক্তব্য নয়।’

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে জন্মাষ্টমীর উৎসবের শোভাযাত্রার উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। একাত্তরের রক্তের বন্ধনে আমরা আবদ্ধ। কিন্তু তাই বলে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে কোনো অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি । আমাদের সমর্থন ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বাইরের কেউ আমাদের ক্ষমতায় ঠিকিয়ে রাখতে পারবে না। আল্লাহর ইচ্ছা, জনগণের সমর্থনে আওয়ামী লীগ টিকে আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও টিকে থাকবে বলে।’

পররাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, ‘যিনি এই কথা বলেছেন, তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা আমাদের সরকারের বক্তব্য নয়। দলেরও বক্তব্য নয়। আমি এটা পরিস্কারভাবে সবাইকে জানিয়ে দিতে চাই। এতে করে ভারতও লজ্জা পায়। অহেতুক কথা বলে এটা নষ্ট করবেন না কেউ।’

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা ভবিষ্যতেও আপনাদের সঙ্গে থাকবো। এখানে কোন দ্বিধা দ্বন্দ্বের অবকাশ নেই।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় করেছে। আরও দুই একটি সমস্যা আছে। আলোচনা চলছে, অগ্রগতি আসছে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার সেপ্টেম্বরে ভারতে যাওয়ার কথা। তখন আমাদের পার্টনারশিপ আরও জোরদার করার বিষয়ে আলাপ-আলোচনা হবে— বলে আশা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পরে জন্মাষ্টমী উৎসবের শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন ওবায়দুল কাদের। শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমও

ওবায়দুল কাদের ক্ষমতা টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর