রংপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
১৯ আগস্ট ২০২২ ১৬:৫৬ | আপডেট: ১৯ আগস্ট ২০২২ ১৯:৩৮
রংপুর: পীরগাছায় মাদরাসাপড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের মামলায় ওই কিশোরীর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ইটাকুমারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ আগস্ট) পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে অসুস্থ ভাইকে দেখতে গিয়ে সেখানে থেকে যান ভুক্তভোগী কিশোরীর মা। এসময় বাবা আর মেয়ে বাড়িতে ছিলেন। পরে মা বাড়িতে না ফেরার সুযোগে সোমবার গভীর রাতে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তার বাবা। পরে ওই কিশোরী বিষয়টি তার মাকে এবং প্রতিবেশীদের জানায়।
এই অভিযোগে গতকাল মধ্যরাতে পীরগাছা থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। সেই সঙ্গে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেয় এবং অভিযুক্তকে রাতেই বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
ওসি মাসুমুর রহমান বলেন, ‘অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে। আজ (শুক্রবার) আদালতে তোলা হবে।’
সারাবাংলা/এমও