Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে চা-বাগানের টিলা ধসে ৪ নারী শ্রমিকের প্রাণহানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২২ ১৪:৫৯ | আপডেট: ১৯ আগস্ট ২০২২ ১৫:০৭

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে টিলা ধসে চার নারী শ্রমিকের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানে এ ঘটনা ঘটে।

কালিঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রানেশ গোয়ালা এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- হিরা ভূমিজ (৩৩), রিনা ভূমিজ (২২), রাধা মাহালী (৪৫) ও পূর্ণিমা ভূমিজ (২২)।

নিহত রাধা মাহালী লাখাইছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুন মালীর স্ত্রী। অরুণ মালি বলেন, ঘর মেরামতের জন্য মাটি আনতে গিয়ে টিলা ধসে তাদের মৃত্যু হয়।

লাখাইছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সদস্য শিক্তি কন্দ বলেন, বেলা ১১টার দিকে ঘর লেপার জন্য ছয়জন নারী চা-বাগানের একটি টিলায় মাটি আনতে যান। টিলার নিচ থেকে মাটি কাটায় কিছুটা সুড়ঙ্গের মতো হয়েছিল। ভেতর থেকে মাটি নেওয়ার একপর্যায়ে টিলা ধসে চারজন চাপা পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শ্রমিকদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

সারাবাংলা/এএম

৪ নারী শ্রমিক টিলা ধস শ্রীমঙ্গল

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর