Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় ৩ ধাপ এগোল চট্টগ্রাম

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২২ ০৯:১৭

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: কনটেইনার পরিবহনের হিসেবে চট্টগ্রাম বন্দর বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় তিন ধাপ এগিয়ে গেছে। আগের বছরে ৯ ধাপ পিছিয়ে যাওয়াকে সামাল দিয়ে  ২০২১ সালের কনটেইনার পরিবহনের হিসেবে চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন ৬৪।

বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে আমদানি-রফতানি কমে যাওয়া, লকডাউন ঘোষণার কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশে বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়া এবং বিশ্বের বিভিন্ন বন্দর বন্ধ থাকার কারণে ২০২০ সালের কনটেইনার পরিবহনের হিসেবে চট্টগ্রাম বন্দর আগের বছর থেকে নয় ধাপ পিছিয়ে গিয়েছিল।

বিজ্ঞাপন

২০২১ সালে প্রকাশিত লন্ডনভিত্তিক বন্দর বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্টের বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান নয় ধাপ পিছিয়ে ৬৭ হয়েছিল।

তবে বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে লয়েডস লিস্ট এর প্রকাশিত তালিকায় গত একদশক ধরে ক্রমাগত এগিয়ে থাকার তালিকায় থাকা চট্টগ্রাম বন্দর তাদের অবস্থান কিছুটা হলেও পুনরুদ্ধার করেছে।

বিশ্বের বন্দরগুলোর এক বছরের কাজের গতি এবং কনটেইনার পরিবহনের হিসেব করে প্রতিবছর বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের তালিকা করে লয়েডস লিস্ট।

লয়েডস লিস্টে ২০১০ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৮৮। এরপর ২০১১ সালে ৮৯তম, ২০১২ সালে ৯০তম, ২০১৩ সালে ৮৬তম, ২০১৪ সালে ৮৭তম, ২০১৫ সালে ৭৬তম ,২০১৬ সালে ৭১তম, ২০১৭ সালে ৭০তম অবস্থানে পৌঁছেছিল চট্টগ্রাম বন্দর।

এরপর ২০১৮ সালে কনটেইনার পরিবহনের হিসেব করে ২০১৯ সালে প্রকাশিত তালিকায় বন্দরের অবস্থান ছিল ৬৪ তম। ২০১৯ সালের হিসেবে ২০২০ সালে প্রকাশিত তালিকায় চট্টগ্রাম বন্দর আরও ছয় ধাপ এগিয়ে যায়, বন্দরের অবস্থান হয় ৫৮ তম।

বিজ্ঞাপন

২০২০ সালের মার্চ মাস থেকে করোনার প্রভাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং কমতে থাকে। আগের বছরের চেয়ে আমদানি-রফতানি পণ্যবাহী ও খালি কনটেইনার পরিবহন কমে ২ লাখ ৪৮ হাজার ২১০ টিইইউস। এর ফলে চট্টগ্রাম বন্দরের অবস্থান পিছিয়ে ২০১৭ সালের জায়গায় পৌঁছেছিল।

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৭৭ সালে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন শুরু হয়। কনটেইনারে তৈরি পোশাক, ওষুধ, ইস্পাতসহ বিভিন্ন শিল্পপণ্য ও ভোগ্যপণ্য আমদানি করা হয়। আর বাংলাদেশ যেসব পণ্য রফতানি করে তার পুরোটাই কনটেইনারের মাধ্যমে।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর