গলাচিপায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২২ ২৩:২১
১৮ আগস্ট ২০২২ ২৩:২১
পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় পৃথক স্থানে বজ্রপাতে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রামে ও গলাচিপায় পৌর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই গ্রামের গণি প্যাদার ছেলে মামুন প্যাদা (৩৮) ও গলাচিপা পৌর এলাকার মোস্তফা হাওলাদার (৫০)।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, বিকেলে মামুন নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। পথে বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির কাছে একটি পুকুর পাড়ে আশ্রয় নেন। এ সময় সেখানে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, একই সময় গলাচিপা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় মোস্তফা নিজ কৃষি ক্ষেতে কাজ করছিলেন। এমন সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সারাবাংলা/একে