Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২২ ২৩:০৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২২ ২৩:১০

গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি পশ্চিমপাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানের জনক শাহিদুল ইসলাম (৪০) মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শাহিদুল ওই গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে।

কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য সামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শাহিদুল ঘটনার দিন নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানের লাইন দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/পিটিএম

বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর