Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২২ ১৭:৫৪

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সকে বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাম জোটের এর আগের সমন্বয়ক ছিলেন অধ্যাপক আব্দুস সাত্তার।

নতুন সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স সারবাংলাকে বলেন, ‘প্রতি তিন মাস পর পর জোটের সমন্বয়ক পরিবর্তন করা হয়। সেই ধারাবাহিকতায় জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে আমাকে। বাম গণতান্ত্রিক জোট তার লক্ষ্য এগিয়ে যাবে। দেশে যে দুঃশাসন চলছে তার পরিবর্তন করাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘একইসঙ্গে দেশে যে দ্বি-দলীয় ক্ষমতা চক্র চলছে, তার বিকল্প হিসেবে বাম গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া। আগামী ২৫ তারিখ বাম জোটের হরতাল রয়েছে। সেই হরতালকে দেশের মানুষ নিজের হরতাল মনে করে রাজপথে অংশ নেবে বলে আমি আশা করি।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

বাম গণতান্ত্রিক জোট বাম জোট রুহিন হোসেন প্রিন্স সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর