Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় কর্মসূচি বাস্তবায়নে বিভাগীয় টিম গঠন বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২২ ১৬:৫৮

ঢাকা: দলীয় কর্মসূচি বাস্তবায়ন বিভাগীয় টিম গঠন করেছে বিএনপি। এই টিমগুলোর নেতৃত্বে আগামী ২২ আগস্ট থেকে সারাদেশে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সভা, সমাবেশ, মিছিল কর্মসূচি পালন করবে স্থানীয় বিএনপি।

বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি, ভোলা জেলা বিএনপি সমাবেশ পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের কর্মী নিহত, দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে এ সব কর্মসূচি পালন করা হবে। এরইমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠি টিম লিডারদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার সারাবাংলাকে এসব তথ্য জানান।

রংপুর বিভাগের নেতৃত্ব দেবেন বিএনপি যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশিদ, রাজশাহী বিভাগের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা মিজানুর রহমান মিনু, খুলনা বিভাগের নেতৃত্ব দেবেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরিশাল বিভাগের নেতৃত্ব দেবেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিভাগের নেতৃত্ব দেবেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ময়মনসিংহ বিভাগের নেতৃত্ব দেবেন বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, ফরিদপুর বিভাগে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, সিলেট বিভাগের নেতৃত্ব দেবেন বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কুমিল্লা বিভাগের নেতৃত্ব দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু, চট্টগ্রাম বিভাগের নেতৃত্ব দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

বিজ্ঞাপন

প্রতিটি কমিটির সদস্য থাকবেন বিএনপির নির্বাহী নেতৃবৃন্দ, সাবেক সংসদ সদস্য, স্থানীয় বিএনপির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক, বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদকরা।

সারাবাংলা/এজেড/একে

কর্মসূচি টপ নিউজ বিএনপি বিভাগীয় টিম গঠন