Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২২ ১৫:৩০ | আপডেট: ১৮ আগস্ট ২০২২ ১৫:৪৪

নোয়াখালী: সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাচ্চু নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

নিহত নজরুল ইসলাম (৪৫) ও সবুজ (৪২) নেত্রকোনা জেলার পূর্ব দৌলা এলাকার বাসিন্দা। তারা স্থাপনা বা বিল্ডিংয়ের মাটি পরীক্ষার কাজ করতেন

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সিরহাট এর কাছাকাছি আজিজপুর গ্রামের হাজী তবারক আলী সুপার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উপজেলার ছমির মুন্সিরহাট এলাকার আয়েশা সিদ্দিকি বালিকা মাদরাসার ৫ তলা ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছিল। এসময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে একটি স্টিলের পাইপ। এতে সবুজ ও নজরুল পাইপের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।’

ওসি আরও জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

নোয়াখালী বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর