Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামের প্রাদুর্ভাবে জিম্বাবুয়েতে ১৫৭ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২২ ১৪:৫৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২২ ১৫:০৮

আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে ১৫৭ শিশু প্রাণ হারিয়েছে। এসব শিশুদের বেশির ভাগই হামের টিকা নেয়নি বলে জানিয়েছে দেশটির তথ্যমন্ত্রী মনিকা মুতসভাংওয়া। খবর এএফপি।

এ বিষয়ে মনিকা মুতসভাংওয়া বলেন, ১৫ আগস্ট পর্যন্ত অন্তত ২ হাজার ৫৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৬৭ শিশু মারা গেছে। মৃতদের মধ্যে অধিকাংশ শিশুই হামের টিকা নেয়নি।

জিম্বাবুয়ের সরকার জানিয়েছে, হামের প্রদুর্ভাব রোধে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। কর্মসূচি সফল করতে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা হয়েছে।

এর আগে, গত সপ্তাহে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে জারি করা বিধিনিষেধ শিথিল করার পরে গির্জার সমাবেশগুলোকে হামের বিস্তারের জন্য দায়ী করেছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে গত এপ্রিলেই হামের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানায়, শিশুদের টিকাদানে কার্যক্রম বিলম্ব হওয়ার কারণে আফ্রিকায় প্রতিরোধযোগ্য এ রোগের প্রাদুর্ভাবের ঝুঁকির সম্মুখীন হচ্ছে।

সারাবাংলা/এনএস

আফ্রিকা জিম্বাবুয়ে টপ নিউজ হামের প্রাদুর্ভাব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর