Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাবুলে মসজিদে বোমা হামলায় একাধিক ব্যক্তি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২২ ১১:৩২ | আপডেট: ১৮ আগস্ট ২০২২ ১৩:০৪

তালেবান যোদ্ধা ও স্থানীয়রা মসজিদের সামনে জড়ো হয়েছে, ছবি: আলজাজিরা

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ ও হাসপাতাল। এ ঘটনায় শিশুসহ আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ২০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে আলজাজিরা।

গতকাল বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নামাজের সময় এই হামলা হয়। কাবুলে একটি হাসপাতাল পরিচালনা করে ইতালির বেসরকারি সংস্থা (এনজিও) ইমার্জেন্সি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণে আহত ২৭ জন রোগীর চিকিৎসা করছেন তারা। এর মধ্যে তিনজন মারা গেছে। আর আহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে।

বার্তা সংস্থা এএফপি’কে ইমেলের মাধ্যমে ইমারজেন্সি জানিয়েছে, ‘আমরা ৩টি প্রাণহানির ঘটনা নথিভুক্ত করেছি।’

তবে একজন নিরাপত্তা কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন, ‘বিস্ফোরণে ২০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।’ এদিকে এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কতজন নিহত হয়েছেন তা উল্লেখ করেননি তিনি। এক টুইট বার্তায় মুজাহিদ বলেছেন, ‘বেসামরিক ব্যক্তিদের হত্যাকারীরা … শীঘ্রই তাদের অপরাধের জন্য শাস্তি পাবে।’

সারাবাংলা/এনএস

আফগানিস্তান টপ নিউজ মসজিদে বোমা বিস্ফোরণ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর