Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজাহানপুরে ছুরিকাঘাতে কিশোর খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২২ ২৩:৩৩ | আপডেট: ১৮ আগস্ট ২০২২ ০৯:৫৭

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে ছুরিকাঘাতে মারুফ (১৬) নামে এক কিশোর খুন হয়েছে। সে ওয়ার্কশপ কর্মচারী বলে জানা গেছে।

বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া মো. হারুন নামে এক কিশোর জানায়, রাজারবাগ মোড়ে একটি ওয়ার্কশপে কাজ করে সে। রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে শাহজাহানপুর রেলওয়ে কলোনি পুরাতন থানার সামনের রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মারুফকে। সেখানে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি সে।

নিহত মারুফের মামি শিউলি আক্তার জানান, মারুফের মা সুমি আক্তার মারুফের জন্মের সময় মারা যায়। বাবা মো. মাসুদ বিয়ে করে অন্যত্র চলে যায়। বর্তমানে মে মুগদা মানিকনগর এলাকায় থাকে। তাদের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার জয়পুরা গ্রামে। রাতে তার বন্ধুবান্ধবের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে মারুফের মরদেহ দেখতে পান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। নিহতের বুকে ও হাতে ছুরিকাঘাত রয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

কিশোর খুন ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর