হাওয়া’র পরিচালকের বিরুদ্ধে মামলার আবেদন
১৭ আগস্ট ২০২২ ২২:২৩ | আপডেট: ১৮ আগস্ট ২০২২ ০৯:৫৯
ঢাকা: সম্প্রতি মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমায় শালিক নিয়ে বিতর্কিত দৃশ্য থাকায় ছবিটির পরিচালক মেজবাউর রহমান সুমনের নামে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএস) আদালতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারগিস সুলতানা বাদী হয়ে এই মামলাটির আবেদন জমা দেন৷
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ মামলাটির আবেদন জমা দেওয়া হয়েছে। হাওয়া সিনেমায় শালিক নিয়ে দেখানো বিতর্কিত দৃশ্য নিয়ে এই মামলা হয়েছে। মামলার শুনানি পরবর্তী কর্মদিবসে অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, গত ২৯ জুলাই হাওয়া সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত চলচ্চিত্রটির রিভিউ থেকে জানা যায়, এই চলচ্চিত্রে একটি শালিক পাখিকে হত্যা করে চিবিয়ে খেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
সারাবাংলা/এআই/পিটিএম