Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জঙ্গিগোষ্ঠীর দোসরদের সঙ্গে কোনো আপস নয়’

সারাবাংলা ডেস্ক
১৭ আগস্ট ২০২২ ১৯:৪৯ | আপডেট: ১৭ আগস্ট ২০২২ ১৯:৫০

চট্টগ্রাম ব্যুরো: ১৭ বছর আগের দেশজুড়ে সিরিজ বোমা হামলার দিনটিতে চট্টগ্রামে প্রতিবাদ সভা করেছে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম – বৃহত্তর চট্টগ্রাম’ নামে একটি সংগঠন। সভায় বক্তারা স্বাধীনতা বিরোধী-জঙ্গিগোষ্ঠীর দোসরদের সঙ্গে কোনো ধরনের আপস না করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষশক্তির প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় নগরীর লালদীঘি চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

সভায় প্রধান বক্তা সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কখনোই জঙ্গিবাদ, সন্ত্রাস ও যুদ্ধাপরাধীদের দোসর সাম্প্রদায়িক অপশক্তির অভয়ারণ‍্য হতে পারে না। যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল, তাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঘৃণা করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুদের সাথে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষ শক্তির কোনো আপস হতে পারে না। ওরা দেশ ও জাতির চরম শত্রু। তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না।’

মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার লড়াইকে জোরদার করার মধ্য দিয়ে জঙ্গিগোষ্ঠীর দোসর অপশক্তিকে বিনাশের আহ্বান জানান অন্য বক্তারা।

সংগঠনের সহ সভাপতি সাইফুন নাহার খুশী, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, চট্টগ্রাম জেলার সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক দীপন দাশ, মুহাম্মদ নাজিম উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, ইয়াকুব মুন্না, সোহেল ইকবাল, কোহিনুর আকতার, মোহাম্মদ শফিক, আবু বক্কর সিদ্দিকী, শহিদুল আলম লিটন, এস.এম রাফি, নয়ন মজুমদার, প্রদীপ দাশ সভায় বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

জঙ্গিবাদ বোমা হামলা স্বাধীনতাবিরোধী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর