Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলি আদেশে ক্ষুব্ধ কর্মচারী ‘সিঁদ কাটল’ কর্মস্থলে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২২ ১৯:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম থেকে কক্সবাজারে বদলি করায় ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানের সাড়ে তিন লাখ টাকা চুরি করে ধরা পড়েছে এক রেস্তোরাঁ কর্মচারী। বুধবার (১৭ আগস্ট) ভোরে তাকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে নগরীর খুলশী থানা পুলিশ।

গ্রেফতার ইসমাইল হোসেন সোহাগ (৩৩) পেশায় ইলেকট্রিশিয়ান। নোয়াখালীর বাসিন্দা ইসমাইল পাঁচ মাস আগে চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকায় ব্রোস্ট ক্যাফে রেস্তোরাঁয় চাকরিতে যোগ দেন।

বিজ্ঞাপন

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা সারাবাংলাকে বলেন, ‘গত সপ্তাহে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ইসমাইলকে কক্সবাজারে তাদের প্রতিষ্ঠানের শাখায় বদলির আদেশ দেন। ইসমাইল বদলি আদেশ বাতিলের আবেদন করে বিফল হন। নতুন কর্মস্থলে যোগ না দিয়ে সে নগরীর ফকিরহাট এলাকায় এক বন্ধুর বাসায় চলে যান। বদলির আদেশে ক্ষুব্ধ ইসমাইল রেস্টুরেন্ট থেকে টাকা চুরির পরিকল্পনা করে।’

ওসি বলেন, ‘সোমবার রাত আড়াইটার দিকে বন্ধু লিটনকে নিয়ে ইসমাইল লালখান বাজারে ব্রোস্ট ক্যাফে রেস্টুরেন্টের নিচে আসে। লিটনকে নিচে রেখে দোতলায় উঠে সে রেস্টুরেন্টের রান্নাঘরের পেছনের দরজার লক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। আলমারির লক ভেঙে নগদ সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে নোয়াখালীতে চলে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের হিসাবরক্ষক মৃদুল কান্তি দাশ থানায় মামলা দায়ের করেন।’

ওই মামলায় গ্রেফতারের পর ইসমাইলকে বুধবার বিকেলে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ বদলি আদেশ সিঁদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর