Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডলারে দেড় টাকার বেশি লাভ করতে পারবে না মানি এক্সচেঞ্জ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২২ ১৮:৪৭ | আপডেট: ১৭ আগস্ট ২০২২ ১৯:৪০

ঢাকা: ব্যাংকের মতো মানি চেঞ্জারদের ক্ষেত্রেও ডলার বেচা-কেনায় ব্যবধান (স্প্রেড) নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মানি এক্সচেঞ্জগুলো যে দামে ডলার কিনবে, তার চেয়ে সর্বোচ্চ দেড় টাকা বেশি দামে ডলার বিক্রি করতে পারবে। ডলার সংকট কাটাতে ব্যাংকগুলোর ন্যায় মানি এক্সচেঞ্জগুলোকেও লাভ করার এই সীমা বেঁধে দেওয়া হলো।

বুধবার (১৭ আগস্ট) খোলাবাজারে বৈদেশিক মুদ্রা বিক্রয়কারী সংগঠন মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ডলার কেনাবেচায় ব্যাংকগুলো যে দরে ক্যাশ ডলার বিক্রি করবে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো তার চেয়ে এক টাকা বেশি দরে কিনতে পারবে। আর তারা সর্বোচ্চ দেড় টাকা বেশি দরে বিক্রি করতে পারবে। এজন্য সব ব্যাংক খুব দ্রুত একটি ইউনিফর্ম রেট নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংককে জানাবে।’

তিনি বলেন, ‘ডলারের বাজার নিয়ে বর্তমানে একধরনের চ্যালেঞ্জের মধ্যে আছি। আমাদের এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। ইতোমধ্যে আমরা অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) সাথে বৈঠক করেছি। সেখানে তাদের বলা হয়েছে, ব্যাংকগুলো যে দরে ডলার কিনবে, তার সঙ্গে বিক্রয় মূল্যের একটি সিলিং করতে হবে। এক্ষেত্রে ব্যবধান হবে সর্বোচ্চ এক টাকা। এক্ষেত্রে ব্যাংকের সঙ্গে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর ব্যবধান থাকবে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা।’

তিনি আরও বলেন, ‘আমরা ব্যাংকগুলোতে যেমন পরিদর্শন চালিয়েছি তেমনি খোলাবাজারেও অভিযান চালিয়েছে। বাজারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া ২৩৫টি বৈধ মানি চেঞ্জার আছে। তাদের আমরা নিয়মিত তদারকি করছি। কেউ বেশি দামে ডলার বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

ডলার দেড় টাকা মানি এক্সচেঞ্জ কোম্পানি লাভ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর