Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার

স্পেশাল করসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২২ ১৫:৪৬ | আপডেট: ১৭ আগস্ট ২০২২ ১৮:১১

ঢাকা: সারাদেশে এক কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে রাষ্ট্রীয় বাণিজ্যিক সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এসব তেলের ক্রয়মূল্য পড়বে ১৭১ থেকে ১৭৪ টাকা। এতে মোট ব্যয় হবে প্রায় ২১৪ কোটি ৯৩ লাখ টাকা।

বুধবার (১৭ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব দর প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ মোস্তফা কামালের সভাপতি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মোট ১৬ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারেক।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারেক জানান, টিসিবির মাধ্যমে বিক্রি করার জন্য সরকার ১ কোটি ২৫ লাখ লিটার তেল দুই লটে কিনবে। প্রথম লটে ৪০ লাখ লিটার। প্রতি লিটার দাম পড়বে ১৭৩ টাকা ৯৫ পয়সা। দ্বিতীয় লটে ৮৫ লাখ লিটার তেল কিনা হবে। প্রতি লিটার ক্রয়মূল্য ধরা হয়েছে ১৭১ টাকা। এসব সয়াবিন তেল কিনতে চারটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সুপার অয়েল লিমিটেডকে ৪০ লাখ টন তেল কেনার অনুমোদন দেওয়া হয়। এতে খরচ হবে ৬৯ কোটি ৭৮ লাখ। অন্যদিকে দ্বিতীয় লটের ৮৫ লাখ টন তেল কিনবে তিনটি প্রতিষ্ঠান। এর মধ্যে সানসিল ২০ লাখ লিটার, বসুন্ধরা ২৫ লাখ লিটার ও সিনহা এডিবল অয়েল লিমিটেড ৪৫ লাখ লিটার তেল কিনবে। এ পরিমাণ তেল কেনায় ব্যয় হবে ১৪৫ কোটি ৩৫ লাখ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, ‘সরাসরি পদ্ধতিতে স্থানীয়ভাবে তেল কেনা হবে। জরুরি প্রয়োজনে যাতে দ্রুততম সময় তেল সরবরাহ করা যায়, সে জন্য সরাসরি পদ্ধতিতে ক্রয়ের সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বৈঠকে ৫ হাজার টন মসুর ডালের দরপ্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। প্রতি কেজি ডালের দাম পড়বে ১১১ টাকা। এতে মোট খরচ হবে ৫৫ কোটি ৫০ লাখ টাকা।

সারাবাংলা/জিএস/এএম

টপ নিউজ সয়াবিন তেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর