Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় কাটা-পুকুর ভরাট: চট্টগ্রামে ৩ মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২২ ১৪:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাহাড় কাটা ও পুকুর ভরা অপরাধে তিনটি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদফতর। তিন মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে।

নগরীর বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ এলাকায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণের অপরাধে গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়। এছাড়া পুকুর ভরাটের অপরাধে নগরীর হালিশহর থানায় চারজনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক সারাবাংলাকে জানান, জালালাবাদ ওয়ার্ডের জান্নার বাপের খামার এলাকায় আবদুর রাজ্জাক নামে এক ব্যক্তি পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করছেন। গত ২ আগস্ট অধিদফতরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পায়।

একই এলাকায় মোহাম্মদ ইউছুপ আলী নামের আরেক ব্যক্তি পাহাড় কেটে আরও একটি একটি স্থাপনা নির্মাণ শুরু করেন। উভয় স্থানে মোট চার হাজার ঘনফুট পাহাড় কাটা হয়। দুই ব্যক্তির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় পৃথকভাবে মামলা দুটি দায়ের করেন অধিদফতরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন।

এদিকে নগরীর ছোটপুল এলাকায় পুকুর ভরাটের অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে অপর একটি মামলা করা হয় হালিশহর থানায়। আসামিরা হলেন— মো. জনি, মো. জিসান, মো. আকরাম ও মো. সোহাগ।

মিয়া মাহমুদুল হক জানান, ছোটপুলের আমিরুজ্জামান সরকারবাড়ি এলাকায় অনুমোদন ছাড়াই একটি পুকুর ভরাট করা হচ্ছিল। গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে এর সত্যতা পাওয় যায়। এসময় দুই শ্রমিককে আটক করা হয়। রাতে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন অধিদফতরের পরিদর্শক মো. মনির হোসেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএস

পাহাড় কাটা পুকুর ভরাট

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর