Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২২ ২২:৫৫

লালমনিরহাট: জেলার সদর উপজেলার পঞ্চগ্রামে চার সাংবাদিক এবং হাতিবান্ধায় এক সাংবাদিকদের ওপর গত ১২ আগস্ট হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

লালমনিরহাট প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১টায় জেলা শহরের মিশন মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে, গত শনিবার (১৩ আগস্ট) জেলা সাংবাদিকদের আয়োজনে দুপুরে একই স্থানে এবং কালীগঞ্জ ও হাতিবান্ধা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে লালমনিরহাটে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজের উন্নয়ন, অবনতি, অসংগতি তুলে ধরাই সাংবাদিকদের প্রধান কাজ। এতে সমাজের সামজিক অবক্ষয়ের মাত্রা কমে আসাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখেন সংবাদকর্মীরা।

এসময় বক্তারা বলেন, অপরাধীদের কোনো দল হয় না, শুধু অপরাধকে লুকাতে দলের আশ্রয় নিয়ে থাকেন তারা। তাই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লালমনিরহাটের সাংবাদিরা বর্বর হামলার শিকার হয়েছেন। তাই হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ছেলে দুই সন্তানের বাবা হয়েও অন্য একজন দুই সন্তানের মাকে জোরপূর্বক বিয়ে করেন। এ বিষয়ে সভাপতির প্রথম পূত্রবধু আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। এছাড়া স্থানীয় একটি বিদ্যালয়ের সভাপতি হওয়ার সুবাদে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজিজার রহমান মণ্ডল তার দুই ছেলেকে ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী ও পিয়ন পদে চাকরি দিয়েছেন। তাছাড়া তার নিকট আত্মীয় স্বজনদের মাঝে সরকারি সকল সুবিধা প্রদান করার বিষয়গুলো এলাকায় ছড়িয়ে পড়লে চার সংবাদকর্মী তথ্য সংগ্রহে যায়। এসব তথ্য সংগ্রহ করে ফেরার সময় ওই পরিবারের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে প্রথম আলোর প্রতিনিধি আব্দুর রব সুজন, যমুনা টিভির প্রতিনিধি আনিসুর রহমান লাডলা, এখন টিভির বকুল, ক্যামেরাম্যান আহসান আহত হন। হামলাকারীরা তথ্য নিতে যাওয়া সকল সাংবাদিকদের প্রাণে মারা এবং আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

বিজ্ঞাপন

এছাড়া মানববন্ধন অংশ নেওয়া সাংবাদিক নেতারা জানান, হামলার ঘটনায় রাতেই সদর থানায় আনিসুর রহমান লাডলা বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনার ২৪ ঘণ্টা পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার চারদিন অতিবাহিত হলেও বাকি আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অতি দ্রুত বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।

লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি এস আর শরিফুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলায় কর্মরত সকল সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, প্রেসক্লাব লালমনিরহাট, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।

এ সময় সিনিয়র সাংবাদিক আহমেদুর রহমান মুকুল, জনকণ্ঠের জাহাঙ্গীর আলম শাহীন, ৭১টিভির উত্তম রায়, চ্যানেল২৪ এর মিলন পাটোয়ারী, বাংলাদেশের খবর পত্রিকার এসকে সাহেদ, বাংলাদেশ প্রেসক্লাবে লালমনিরহাটের সাংগঠনিক সম্পাদক জামাল বাদশা, যুগ্ম সাঃ সম্পাদক বাবু, প্রচার সম্পাদক ও আলোর পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাসেদ, কোষাধ্যক্ষ এবং আলোর মনির নির্বাহী সম্পাদক হেলাল কবির, কাওসার মাহমুদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত ১২ আগস্ট বিকেলে লালমনিরহাটের প্রথম আলোর প্রতিনিধি আব্দুর রব সুজন, যমুনা টিভির আনিসুর রহমান লাডলা, এখন টিভির বকুল এবং ক্যামেরা পার্সন আহসান পেশাগত দায়িত্ব পালন করতে যায়। এ সময় সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির আজিজার রহমান মণ্ডলের পরিবার এবং ২০-২১ জন সন্ত্রাসী তাদের ওপর হামলা চালিয়ে ক্যামেরা, মোবাইল, ক্যামেরা স্ট্যান্ড ছিনিয়ে নেয় এবং মারধর করে। এতে আহত আনিসুর রহমান লাডলা বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর বাকিরা আংশিক সুস্থ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছাড়পত্র দিয়েছেন।

সারাবাংলা/এনএস

লালমনিরহাট

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর