Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিচু বাগান থেকে মিলল তরুণের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২২ ২১:৫৬

দিনাজপুর: জেলার বিরামপুর উপজেলায় একটি লিচুর বাগান থেকে মাহবু্ব আলম সাকিব (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে বিরামপুর পৌর শহরের দোশরা পলাশবাড়ী লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাবিক দিনাজপুরের পার্বতীপুর থানার সংকরপুর গ্রামের মিন্টু প্রামাণিকের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নওয়াবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

সিনিয়র সহকারী পুলিশ সুপার (বিরামপুর -নবাবগঞ্জ) সার্কেল এএসপি ওহেদুন্নবী, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমান ও এসআই এরশাদ মিয়াসহ পুলিশের একটি টিম ও দিনাজপুর পিবিআই’র একটি টিম ঘটনাস্থল পরির্দশন করেছেন।

এ বিষয়ে ওসি (তদন্ত) নওয়াবুর রহমান জানান, বিকালে পৌর শহরের দোশরা পলাশবাড়ী মৃত খাজের উদ্দিন প্রফেসরের লিচু বাগানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মোবাইল ফোনে পুলিশকে খবর দেয়। পরে বিরামপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়ে তার মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধন ও কাগজে লেখা মোবাইল নম্বরের সূত্রধরে নিহতের নানার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়।

নিহতের পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, ১টি মানিব্যাগ ও ১টি জন্ম নিবন্ধন কার্ড পাওয়া গেছে। তার মাথায় থেতলানোর আঘাতের চিহ্ন ও গলায় গামছা পেচানো ছিল। এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নওয়াবুর রহমান আরও জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

তরুণের মরদেহ দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর