Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গার্ডার দুর্ঘটনায় নিহত ৫ জন: মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২২ ১৮:২৬ | আপডেট: ১৬ আগস্ট ২০২২ ১৮:৩১

ঢাকা: উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ আগস্ট) মামলাটির এজাহার আদালতে আসে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তা গ্রহণ করেন। উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াসীন গাজীকে মামলাটি তদন্ত করে আগামী ২২ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৫ আগস্ট বিকেলে উত্তরার আড়ং শো-রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— গাড়ির মালিক রুবেল (৫০), ফাহিমা (৪২), ঝর্না (২৮), দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে নবদম্পতি হৃদয় (২৬) ও রিয়া মনিকে (২১)। তবে ভাগ্যক্রম বেঁচে যান নববিবাহিত দম্পতি হৃদয় ও রিয়া।

ওই ঘটনায় দিবাগত রাতেই নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

সারাবাংলা/এআই/এনএস

গার্ডার দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর