Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীর ওপর রাগ করে স্ত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২২ ১৬:৩৮

নওগাঁ: জেলার বদলগাছী উপজেলায় স্বামীর ওপর অভিমান করে গ্যাসের ট্যাবলেট খেয়ে সাবিনা খাতুন (২৫) নাম এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূর মৃত্যু হয়। নিহত গৃহবধূ উপজেলার চকগপিনাথ গ্রামের সুবহান আলীর স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রায়হান আলম জানান, গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এ সময় স্ত্রী সাবিনা খাতুনের থামায় হাতুড়ির হাতল দিয়ে আঘাত করেন সোবাহান। এরপর স্বামীর ওপর অভিমান করে আজ মঙ্লবার সকালে গ্যাসের ট্যাবলেট খান সাবিনা। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে সকালেই তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে সাবিনার মৃত্যু হয়। এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এনএস

নওগাঁ স্ত্রীর আত্মহত্যা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর