Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল দিয়ে আঘাত করে স্ত্রীকে হত্যা, স্বামীকে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২২ ১৬:০১ | আপডেট: ১৬ আগস্ট ২০২২ ১৬:০৮

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় পাটার শিল দিয়ে মুখে ও মাথায় আঘাত করে ফারজানা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রুবেলের বিরুদ্ধে। এ সময় অভিযুক্ত রুবেলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে সদর উপজেলার পশ্চিম রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারজানা উপজেলার পশ্চিম রসুলপুর এলাকার নূর নবীর মেয়ে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, একই এলাকার রুবেলের সঙ্গে ছয় মাস আগে বিয়ে হয় ফারজানার। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হয়েছে তাদের। গতকাল সোমবারও (১৫ আগস্ট) সালিশ হয়েছে। আজ মঙ্গলবার ভোরে আবারও তাদের মধ্যে ঝগড়া হলে স্ত্রীকে শিল দিয়ে মুখে ও মাথায় আঘাত করে আহত করেন রুবেল। পরে স্থানীয়রা ফারজানাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোস্তফা কামাল খান জানান, নিহতের মরদেহ ঢামেকে হাসপাতালে মর্গে রয়েছে। এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এনএস

নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর