Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাশেলের কাছে নানা উদ্বেগের কথা তুলে ধরলেন মানবাধিকার কর্মীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২২ ১৯:২৭

ঢাকা: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলের কাছে দেশের মানবাধিকার পরিস্থিতি, গুম, বাক স্বাধীনতা, আসন্ন নির্বাচন ইস্যু, ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার, মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে মামলা, নারী নির্যাতন নিয়ে নানা উদ্বেগের কথা তুলে ধরেছেন মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এসব কথা তুলে ধরেন তারা। পরে বাংলাদেশে কাজ করা মানবাধিকারকর্মীরা হোটেল থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিনিধিরা তাদের কাজের ক্ষেত্রে সুযোগ এবং চ্যালেঞ্জগুলো মিশেলের সামনে তুলে ধরেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘কাজ করতে গিয়ে মানবাধিকারকর্মী, পরিবেশবিদ ও সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে। আমরা এর প্রতিকার আসলে কোথায় পাব। এসব বিষয় দেখভালের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো কি রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারছে। এসব বিষয় তার সামনে তুলে ধরা হয়েছে।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘একজন তার ভাই হারিয়ে যাওয়ার কথা বলেছেন। সে তার ভাইকে খুঁজে পাচ্ছেন না। আদিবাসীরা তাদের অধিকার নিয়ে কথা বলেছেন, আমি পরিবেশ নিয়ে কথা বলেছি। প্রতিবন্ধীরা তাদের অধিকার নিয়ে কথা বলেছে। নারী নির্যাতন নিয়ে কথা বলা হয়েছে।’

এসব শুনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেল আপনাদের কী বলেছেন?- জানতে চাইলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘তিনি বলেছেন, আমার কাছে কোনো মিরাকেল নেই। আমরা একটা প্রসেস ওরিয়েন্টেড ডিসকাশনে যেতে পারি। তিনি আরও বলেছেন, একটা নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে না। সিস্টেম ঠিক না থাকলে নির্বাচন হলেও মানুষ গণতন্ত্র পাবে না। এই মুহূর্তে ৮০টির মতো বিষয় নিয়ে আন্দোলন চলছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, মিশেল ব্যাশেলে আরও বলেছেন, এই বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে কথা বলা হবে। ডায়লগের মাধ্যমে এসব সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, ‘আমরা দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভালো ও মন্দ দু’টি দিকই তুলে ধরেছি।’

গুম নিয়ে কাজ করা ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি বলেন, ‘আমরা জোরপূর্বক গুমের ঘটনাগুলো তার সামনে তুলে ধরেছি।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

জাতিসংঘ টপ নিউজ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর