পূবাইলে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২২ ১৬:২২
১৫ আগস্ট ২০২২ ১৬:২২
ঢাকা: গাজীপুরের পূবাইল থানায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ আগস্ট) দুপুর দেড়টায় পূবাইলের নারায়ণকুল ভাণ্ডারী বাজার এলাকায় আবুল বাশারের মালিকানাধীন এবি এন্টারপ্রাইজ নামে তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানায়, হঠাৎ করে এবি এন্টারপ্রাইজের তুলার গুদামে ধোঁয়া দেখতে পায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, টঙ্গী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ও পূর্বাচল ফায়ার সার্ভিসের একটি প্রায় তিন ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
সারাবাংলা/পিটিএম