বাঙালি জাতি বঙ্গবন্ধুকে ভুলতে পারবে না: মেয়র হাছিনা গাজী
১৫ আগস্ট ২০২২ ১৪:২৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২২ ১৪:২৯
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বিশ্বাসকে বুকে ধারণ করে তিনি যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে তা বাস্তবায়িত করতে হবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালি জাতি বঙ্গবন্ধুকে ভুলতে পারবে না।’
সোমবার (১৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এই আয়োজন করা হয়।
তারাবো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, আওয়ামী লীগ নেতা ফিরোজ ভুঁইয়া, তারাবো পৌরসভার কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা, মাহবুবুর রহমান জাকারিয়া, আনোয়ার হোসেন, মাহফুজা আক্তার, লায়লা পারভীন ও জোসনা বেগমসহ অনেকে।
সারাবাংলা/এমও