Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২২ ১২:১৬

চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার জয়রামপুরে দ্রুতগতির ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে জয়রামপুর চায়ের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান আশিক (৩০) জেলার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের নওদাপাড়ার হাবিবুর রহমানের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আশিক। এসময় জয়রামপুর চায়ের দোকান এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর আহত হন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল কাদের তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

ট্রাক-মোটরসাইকেল যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর