নবজাতক ছিনিয়ে নেওয়ার হুমকি, ৪ হিজড়া গ্রেফতার
১৫ আগস্ট ২০২২ ০৯:১৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২২ ০৯:১৪
ঢাকা: রাজধানীর উত্তরায় নবজাতকের পরিবারে চাঁদাবাজির অভিযোগে চার হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ৪ জন হল, আলো হিজড়া (২৮), শারমীন হিজড়া (২৩), মিম হিজড়া (৩০) এবং রুমা হিজড়া (২৫)।
রোববার (১৪ আগস্ট) দিনে ঢাকা উত্তরা পশ্চিম থানার ৯ নং সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হলেও রাতে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
ওসি বলেন, ‘চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে নবজাতক ছিনিয়ে নেওয়ার হুমকিও দেয়।’
৯ নং সেক্টরের একটি ভবনের এক ভাড়াটিয়ার গত ৬ আগস্ট একটি কন্যাসন্তান হয়। এর মাস দুয়েক আগে একই ভবনের আরেক ভাড়াটিয়ার একটি কন্যাসন্তান হয়। ১৪ আগস্ট অভিযুক্ত হিজড়ারা এসে উক্ত দুই নবজাতকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এই চাঁদাকে তারা ‘নবজাতক পাওনা’ বলে দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা নবজাতক নিয়ে যাওয়ার হুমকিও দেয়। একপর্যায়ে তাদের একজন ৩ হাজার টাকা দেন। কিন্তু বাকিজন টাকা না দিলে তার ঘরের দরজায় লাথি মেরে, ঘরের সামনে চিৎকার চেঁচামেচি করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
পরে ভুক্তভোগী পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় এক পরিবারের কাছ থেকে নেওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/ইউজে/একে