বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২২ ০৮:৩০ | আপডেট: ১৫ আগস্ট ২০২২ ১২:০৭
১৫ আগস্ট ২০২২ ০৮:৩০ | আপডেট: ১৫ আগস্ট ২০২২ ১২:০৭
ঢাকা: জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি- ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানানো হয়।
এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা অনার গার্ড দেন।
এরপর প্রধানমন্ত্রী ফাতেহাপাঠ এবং মোনাজাতে অংশ নেন।
সারাবাংলা/এনআর/একে