দ্বিতীয় ও বুস্টার ডোজে দেওয়া হবে ফাইজার ভ্যাকসিন
সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২২ ২৩:৫৮ | আপডেট: ১৫ আগস্ট ২০২২ ১০:২৯
১৪ আগস্ট ২০২২ ২৩:৫৮ | আপডেট: ১৫ আগস্ট ২০২২ ১০:২৯
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলছে। এই ভ্যাকসিন কার্যক্রমের আওতায় যারা প্রথম ডোজ হিসেবে মডার্না কিংবা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন তাদের দ্বিতীয় ও বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে ফাইজারের ভ্যাকসিন।
রোববার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হকের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বিভাগ (ইপিআই) জানিয়েছে, ২ আগস্ট অনুষ্ঠিত নাইট্যাগের (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্দেশনার বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
সারাবাংলা/এসবি/পিটিএম