সাড়ে ৪ কোটি টাকার হেরোইনসহ আটক ১
১৪ আগস্ট ২০২২ ২৩:৪০
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ থেকে সাড়ে ৪ কোটি টাকার হেরোইনসহ জিয়ারুল ইসলাম নামে একজনকে আটক করেছে র্যাব। এ সময় তার ঘরের স্টিলের বাক্সের নিচে লুকানো থাকা ৪ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্বার করা হয়।
শনিবার (১৩ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার চরকোদালকাটি জেলেপাড়া থেকে এসব হেরোইন উদ্বার করা হয়।
র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ একটি মাদক চোরাচালান চক্র আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হতে রাজধানীসহ দেশের সকল প্রান্তে সরবরাহ করে আসছিল। চক্রটি বিভিন্ন সময় সীমান্ত হতে হেরোইন সংগ্রহ করে খুব কম সময়ের মধ্যে তা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন, ট্রাক ও অন্যান্য পরিবহনের মাধ্যমে অভিনব কায়দায় পাচার করে আসছিল।
সারাবাংলা/এএম